কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন

কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন এই আর্টিকেলে। কালোকেশী গাছের পাতা,ফুল,মূল সব কিছুই উপকারি। তবে এগুলো কখন এবং কিভাবে ব্যবহার করলে বেশি উপকার পাবেন তা জানতে হলে পুরো আর্টিকেলটি পড়ুন।

কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন

কালোকেশী গাছের  বৈজ্ঞানিক নাম একলিপটা অ্যালবা। বিভিন্ন অঞ্চলে একে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। কালোকেশী গাছকে ভৃঙ্গরাজ বলে,আবার অনেকে একে কেশরাজ বলে।   

পেজ সূচিপত্রঃকালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন  

কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন  

কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন এবার। কালোকেশী গাছের পুরোটাই ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কালোকেশী গাছের অনেক ঔষধি গুণ রয়েছে এর পাতা ফুল ও ফল সব ব্যবহার করা যায়। এটি চুল পড়া বন্ধ করে, চুল লম্বা করে এবং চুলকে কালো করতে সাহায্য করে। এছাড়াও মাথা ঠাণ্ডা রাখতে এটি ব্যবহার করা হয়। এছাড়া লিভারের কার্যকারিতা উন্নত করতে হজম শক্তি বাড়াতে এবং কৃমি দূর করতেও এটি বেশ কার্যকর। এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে এগুলো পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করবো। 

কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে নিচে দেয়া হলোঃ  

  1. চুল পড়া বন্ধ করেঃ এর পাতা ফুল ও ফল বেটে রস করে মাথায় নিয়মিত লাগালে চুল পড়া বন্ধ হয়।
  2. চুল লম্বা ও কালো করেঃ নিয়মিত ব্যবহার করলে চুল লম্বা ও কালো হয়মাথা ঠান্ডা রাখেঃ এর রস মাথায় লাগালে মাথা ঠান্ডা থাকে।
  3. লিভারের কার্যকারিতা উন্নত করেঃ এটি নিয়মিত খেলে লিভারের কার্যকারিতা বাড়ে। এটি লিভার টনিক হিসেবে কাজ করে এবং লিভারের যেকোনো সমস্যায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 
  4. হজম শক্তি বাড়ায়ঃ হজম শক্তি বাড়ায় এবং পেটের সমস্যা দূর করে।
  5. কৃমি দূর করেঃ এই পাতার রস কৃমিনাশক হিসেবে কাজ করে। এটি নিয়মিত ১ চামচ করে আধা কাপ পানির সাথে মিশিয়ে পান করলে কৃমি দূর হয়। 
  6. রক্ত আমাশয় দূর করেঃ কালোকেশী গাছের রস খেলে এটি রক্ত আমাশয় দূর করতে সাহায্য করে।
  7. ক্যান্সার প্রতিরোধে সাহায্য করেঃ এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
  8. বহুমূত্র রোগীদের জন্য ভালোঃ এটি বহুমূত্র রোগীদের জন্য খুব উপকারী।
  9. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করেঃ এর রস খেলে তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে।
  10. মাথাব্যথা থেকে মুক্তি দেয়ঃ এটির রস মাথাব্যথা থেকে মুক্তি দেয়।
  11. নিরাপদ কীটনাশক হিসেবেঃ নিরাপদ কীটনাশক হিসেবে পাতার নির্যাস ব্যবহার করা হয়। কোন প্রতিকূল প্রভাব ছাড়াই মশার লার্ভার বিস্তার রোধ করতে এটি সক্ষম। ২ চা চামচ কেশরাজের বা কালোকেশীর নির্যাস নিয়ে তা ৫০০ এমএল পানির সাথে মিশ্রণ করে আপনার ঘরের ভিতর এবং বাহিরে স্প্রে করলে মশার আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন। 
  12. শরীরের কাটা জায়গা বা ক্ষত শুকাতেঃ কেশরাজের পাতা বেটে পেস্ট বানিয়ে শরীরের কেটে যাওয়া জায়গায় লাগালে খুব দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং জীবাণু মুক্ত ভাবে কাটা স্থানের ক্ষত আস্তে  আস্তে শুকিয়ে যায়। 

কালোকেশীর জ্বর নিরাময়ে ভূমিকা 

কালোকেশীর জ্বর নিরাময়ে ভূমিকা আছে। কালোকেশীর রস ১ চামচ করে পানির সাথে সকাল এবং বিকেলে সেবন করলে তাড়াতাড়ি জ্বর সেরে যায়।  

কালোকেশীর লিভার সুস্থ রাখার ক্ষমতা

কালোকেশীর লিভার সুস্থ রাখার ক্ষমতা বিদ্যমান। কালোকেশীতে বা কেশরাজে বিদ্যমান অ্যামিডো পাইরিন, এন-ডিম থাইলিন, গ্লুকোজ-৬ এবং ফসফেট এর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে লিভার অ্যাবসেস, লিভার সিরোসিস, লিভারের প্রদাহ ও জন্ডিস দূর করতে সাহায্য করে। এটি লিভার টনিক হিসেবে কাজ করে। 
কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন

দৈনিক এক চা চামচ কেশরাজ বা কালোকেশী গাছের পাতার রস যদি  আধা কাপ পানির সাথে মিশিয়ে খেতে থাকলে সেটা রক্ত স্রোত থেকে সব ধরনের ক্ষতিকারক উপাদান বের করে দিয়ে শরীরকে ডিটক্সিফাই করে অর্থাৎ দূষিত রক্তকে পরিশোধন করে। 

কালোকেশী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে

কালোকেশী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিতভাবে ২ চা চামচ পরিমাণ কালোকেশীর রস সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কালোকেশীর রস ব্লাড সুগার লেভেল এবং গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এর পরিমাণ কমায় এবং গ্লুকোজ-৬ ফসফেট এবং ফ্রুকটোজ ১,৬ ডাই ফসফেট এর কার্যকারিতা কমায় এবং লিভারের হেক্রোকিনেজ এর কার্যকারিতা বৃদ্ধি করে।  

কালোকেশী হজমে সহায়ক

কালোকেশী হজমে সহায়ক। কালোকেশীর রস খেলে হজম শক্তি বাড়ে। এটি নিয়মিত খেলে পেট ফাঁপা, পেটে গ্যাস,বদহজম ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।  

কালোকেশী সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

কালোকেশী সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চুলকানি,খোস-পাঁচড়া বা স্ক্যাবিস ইত্যাদি হলো সংক্রামক রোগ-ব্যাধি। কালোকেশীর রস ব্যবহারে এ সকল সংক্রামক রোগ-ব্যাধি থেকে ভালো থাকা যায় এবং এটি সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।  

চুলের যত্নে কালোকেশী

সৌন্দর্য পিপাসু মানুষের জন্য চুলের যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর চুলের যত্নে মানুষ প্রাচীনকাল থেকে যে ভেষজটি ব্যবহার করে আসছে তার নাম কালকেশী বা কেশরাজ। চুল ঘন কালো করতে এবং চুল পড়া বন্ধে নারিকেল তেলের সাথে কেশরাজের রস মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়। মালিশ করলে চুল ঘন ও কালো হয়। 

চুল পড়া রোধে কালোকেশী

চুল পড়া রোধে কালোকেশী ব্যবহার করা হয়। চুলের জন্য বেশি উপকারী বলে একে কেশরাজ বলা হয়। এই গাছ থেকে কালো এক ধরনের রং বের করা হয় যা চুলকে আরো কালো করতে সাহায্য করে। এছাড়া এই গাছের রস চুল পড়া বন্ধ করে।  

নতুন চুল গজাতে সাহায্য করে কালোকেশী

নতুন চুল গজাতে সাহায্য করে কালোকেশী। নিয়মিত এই গাছের নির্যাস মাথায় লাগালে তা নতুন চুল গজাতে সাহায্য করে। 

কালোকেশী টাক পড়া প্রতিরোধ করে

কালোকেশী টাক পড়া প্রতিরোধ করে। নারিকেল তেলের সাথে কালোকেশীর নির্যাস মিশিয়ে ব্যবহার করলে তা টাক পড়া প্রতিরোধ করে এবং চুল মজবুত ও ঘন হতে সাহায্য করে।  

কালোকেশী মাথাব্যথা উপশম করে

কালোকেশী মাথাব্যথা উপশম করে। জীবনে কখনো কারো মাথাব্যথায় ভোগেন নিয়ে এমন লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল। বিভিন্ন কারণে মাথাব্যথা হয়। এর মধ্যে রয়েছে দুশ্চিন্তা,মাইগ্রেন,বিভিন্ন ব্যথানাশক ঔষধের বেশি ব্যবহার,শরীরের পানি শূন্যতা,অতিরিক্ত ধূমপান করা ইত্যাদি। মাথাব্যথা হলে কালোকেশীর রস দুই ফোটা নাকের ভিতর এবং কপালে মালিশ করলে মাথা ব্যথা দূর হয়। এটি বহু পরীক্ষিত পদ্ধতি।

চুলের অকালপক্কতা রোধ করে কালোকেশী    

চুলের অকালপক্কতা রোধ করে কালোকেশী। গাছের পাতার নির্যাস কালো রঙ এর হয়। এটি নিয়মিত ব্যবহারে চুল পাকা বন্ধ হয়। 

লিভার পরিষ্কার রাখে কালোকেশী

লিভার পরিষ্কার রাখে কালোকেশী। লিভারের সুরক্ষায় কালোকেশীতে বিদ্যমান অ্যামিডো পাইরিন, এন-ডিম থাইলিন, গ্লুকোজ-৬ এবং ফসফেট এর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।  লিভার অ্যাবসেস,লিভার সিরোসিস, লিভারের প্রদাহ এবং জন্ডিস দূর করতে সাহায্য করে। এটি লিভার টনিক হিসেবে কাজ করে। 

কালোকেশী ত্বকের রোগে উপকারী

কালোকেশী ত্বকের রোগে উপকারী। বিভিন্ন রকম ত্বকের সমস্যা এবং র‍্যাশ বের হলে অথবা চুলকানি হলে কালোকেশীর রস ব্যবহার করলে উপকার পাওয়া যায়।  

কালোকেশী অনিদ্রা দূর করে

কালোকেশী অনিদ্রা দূর করে। কালোকেশীর রস নিয়মিত মাথায় ব্যবহারে এটি সুনিদ্রা আনয়ন করে এবং অনিদ্রা দূর হয়। 

কালোকেশী ক্যান্সার প্রতিরোধে সহায়ক

কালোকেশী ক্যান্সার প্রতিরোধে সহায়ক। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে কালোকেশী ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলতে সাহায্য করে। 

কালোকেশী কৃমিনাশক হিসেবে সহায়ক

কালোকেশী কৃমিনাশক হিসেবে সহায়ক। প্রতিদিন এই পাতার রস একটু  একটু করে খেলে তা কৃমি নাশ করে। তাই বলা যায় যে, এটি একটি উৎকৃষ্ট কৃমিনাশক। 

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত রাখার ভূমিকায় কালোকেশী    

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত রাখার ভূমিকায় কালোকেশী। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে, কালোকেশীর নির্যাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত করে। 

উকুন মুক্ত থাকতে কালোকেশীর ব্যবহার

উকুন মুক্ত থাকতে কালোকেশীর ব্যবহার করা হয়। কেশরাজের পাতার রস চুলের গোড়ায় লাগান। এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন। এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার এভাবে ব্যবহার করুন। তাহলে এক মাসের মধ্যে চুল হবে উকুন মুক্ত।

কালোকেশী ব্যবহারে সাবধানতা

কালোকেশী ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। এ সম্পর্কে নিচে বর্ণনা করা হলো-

  • হার্টের রোগী বা কিডনি সমস্যার কারণে কেমোথেরাপির মাধ্যমে যারা চিকিৎসা নিচ্ছে তারা কেশরাজ বা কালোকেশী ব্যবহার করবেন না,এতে ক্ষতি হতে পারে। 
  • এলার্জির লক্ষণ দেখা দিলে কালোকেশীর রস খাওয়া যাবে না।
  • গর্ভাবস্থায় কালোকেশীর রস বাচ্চার জন্য বিষাক্ত হতে পারে তাই এড়িয়ে চলা উচিত। সন্তানকে বুকের দুধ খাওয়ানোর (২ বছর) বয়সে এটি খাওয়া যাবে না। 
  • আপনার রক্তচাপ যদি খুব কম হয় তাহলে এ অবস্থায় এটি গ্রহণ করা যাবে না। 
  • যদি আপনার টাইপ-২ ডায়াবেটিস থাকে তবে এটি এড়িয়ে চলা উচিত।
তাই যেকোনো রোগ নিরাময়ের জন্য কালোকেশীর ব্যবহার করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

লেখকের শেষ মন্তব্যঃ কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন 

কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিন এবং ব্যবহার করে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকুন।
কালোকেশী ত্বকের রোগ,বহুমূত্র রোগ, রক্ত আমাশয়,ক্যান্সার প্রতিরোধ এবং হজম শক্তি বৃদ্ধিতে বেশ উপকারী।

আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটি অনেক উপকারে আসতে পারে। পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি (আগাছা) আপনার জীবন রক্ষাকারী উপকারী বন্ধু হিসেবে কাজে লাগতে পারে। তাই গাছটির যথাযথ ব্যবহারের মাধ্যমে সুস্বাস্থ্য রক্ষার জন্য সচেতন হোন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

hiramonsdream er নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url