ত্বকে ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানুন
ত্বকে ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানুন আজকের এই আর্টিকেলে। ফিটকিরির যে এত গুণ সম্পর্কে আজ বিস্তারিত জানাবো। আগেকার দিনে এখনকার মতো ফিল্টার ছিল না বাড়ির বয়স্ক মানুষগুলো পানির মধ্যে এক টুকরো ফিটকিরি ফেলে দিয়ে নিশ্চিন্ত হতেন।
পানি পরিশ্রুত হয়ে গেলে নোংরা পড়তো পানির নিচে এবং উপরের পানিটুকু তারা ব্যবহার করতেন। দাড়ি কাটতে গিয়ে ব্লেডে গাল কেটে গেলে তখনও তারা ফিটকিরি ব্যবহার করতেন।
পেজ সূচিপত্রঃত্বকে ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানুন
- ত্বকে ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানুন
- রূপচর্চায় ত্বকে ফিটকিরির ব্যবহার
- আঙুলে হাজা হলে ফিটকিরির ব্যবহার
- হঠাৎ রক্তপাত হলে ফিটকিরির ব্যবহার
- ত্বকে ব্রণ বা ফুসকুড়ি হলে ফিটকিরির ব্যবহার
- ত্বক ও দাঁতের যন্ত্রণায় ফিটকিরির ব্যবহার
- লেখকের মন্তব্যঃত্বকে ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানুন
ত্বকে ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানুন
ত্বকে ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানুন পাঠক-পাঠিকা। ফিটকিরি বা এলাম একটি প্রাকৃতিক খনিজ যা রূপচর্চায় দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এর অ্যান্টিসেপটিক এবং অ্যাস্টিনজেন্ট গুণাবলীর কারণে এটি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে বেশ কার্যকরী হয়ে থাকে।
ত্বকে ফিটকিরি সম্ভাব্য ব্যবহার গুলো নিচে উল্লেখ করা হলো-
- শেভিং এর পরে ফিটকিরির ব্যবহারঃ সেভ করার পর তাকে জ্বালাপোড়া এবং ছোটখাটো কেটে যাওয়া রোধ করতে ফিটকিরির ব্যবহার করা হয়। এটি রক্তপাত বন্ধ করতে এবং ত্বককে রিল্যাক্স করতে সাহায্য করে।
- ব্রণ এবং ফুসকুড়ি সারাতে ফিটকিরির ব্যবহারঃ ফিটকিরির অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং লোমকূপ সংকুচিত করে ব্রণ কমাতে সাহায্য করে।
- ঘামের দুর্গন্ধ দূর করতে ফিটকিরির ব্যবহারঃ ফিটকিরি একটি প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবে কাজ করে। এটি ঘামের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।
- ত্বকে টানটান ভাব আনতে ফিটকিরির ব্যবহারঃফিটকিরির অ্যাস্টিনজেন্ট গুণ ত্বকে টানটান ভাব আনতে এবং লোমকূপ সংকুচিত করতে সাহায্য করে ফলে ত্বক মসৃণ দেখায়।
- পায়ের ফাটা কমাতে ফিটকিরির ব্যবহারঃ ফিটকিরি উষ্ণ জলে মিশিয়ে তাতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখলে এটি পায়ের ফাটা কমাতে সাহায্য করে।
রূপচর্চায় ত্বকে ফিটকিরির ব্যবহার
রূপচর্চায় ত্বকে ফিটকিরির ব্যবহার করা হয়। এক্ষেত্রে বলা যায় ফিটকিরি কে সর্ব ঘাটের কাঁঠালি কলার মত। আগে তো বাড়ির মেয়েরা রূপচর্চা করতে ফিটকিরি ব্যবহার করতেন। তার কারণ বলিরেখা পড়তে দেয় না এটি অর্থাৎ এর ব্যবহার করলে দাগ পড়ে না। তাছাড়া যেহেতু এটি এন্টি ব্যাকটেরিয়াল তাই দাঁতের রোগেও ফিটকিরি ভালো কাজ করে।
আঙুলে হাজা হলে ফিটকিরির ব্যবহার
আঙুলে হাজা হলে ফিটকিরির ব্যবহার করা যায়। অতিরিক্ত পানি ব্যবহারের কারণে হাতে হাজা হলে অর্থাৎ ঘা হলে অথবা পায়ের পাতা খুললে নিশ্চিন্তে ফিটকিরি ব্যবহার করতে পারেন এক টুকরো ফিটকিরি পানিতে ফেলে পানিটা ভালো করে গরম করে নিতে হবে এরপর ঠান্ডা হয়ে গেলে পা বা হাত (আক্রান্ত স্থান) চুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ, এতে অনেক আরাম পাবেন।
হঠাৎ রক্তপাত হলে ফিটকিরির ব্যবহার
হঠাৎ রক্তপাত হলে ফিটকিরির ব্যবহার করা হয়। দাড়ি কাটতে গিয়ে সেলুনে দুর্ঘটনাবশত গাল কেটে গেলে এখনো সেখানে ফিটকিরি ঘষে দেয়। এমনকি যেকোনো আঘাতে রক্তপাত হলে সেখানে ফিটকিরি চূর্ণ করে দিয়ে দিন,তাহলে কিছুক্ষণের মধ্যেই রক্ত পড়া বন্ধ হবে।
ত্বকে ব্রণ বা ফুসকুড়ি হলে ফিটকিরির ব্যবহার
ত্বকে ব্রণ বা ফুসকুড়ি হলে ফিটকিরির ব্যবহার করতে পারেন। আপনার মুখে ব্রণ ফুসকুড়ি হচ্ছে? মুখ কি খুব শুষ্ক হয়ে যাচ্ছে? অথবা চামড়া কুঁচকে যাচ্ছে? তাহলে চিন্তা করবেন না। ভালো করে মুখ ধুয়ে নিন,এরপর সারা মুখে অনেকক্ষণ ধরে ফিটকিরি ঘোষণ ঘোষণ। অথবা ফিটকিরি চূর্ণ করে পানিতে গুলে নিয়ে মুখে মাখুন, কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখটা ভালোভাবে ধুয়ে নিন। এভাবে পরপর কিছুদিন ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা ফিরবে এবং ব্রণ এবং ফুসকুড়ির হাত থেকেও মুক্তি পাওয়া যাবে।
ত্বক ও দাঁতের যন্ত্রণায় ফিটকিরির ব্যবহার
ত্বক ও দাঁতের যন্ত্রণায় ফিটকিরির ব্যবহার করলে উপকার পাবেন। আপনি কি দাঁতের যন্ত্রণায় ভুগছেন? অথবা মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে? সব ধরনের মাজনের চেষ্টা করেও মুখের গন্ধ যাচ্ছে না নাকি? তাই কি করে বুঝে উঠতে পারছেন না আপনি? আপনাকে এই সমস্যা হাত থেকে মুক্তি দিতে পারে এই ফিটকিরি। গরম পানিতে ফিটকিরি গুলে নিয়ে কিছুক্ষণ কুল্কুচি করুন। আপনি দাঁতের যন্ত্রণার হাত থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন এবং মুখের দুর্গন্ধ নিয়ে আপনাকে আর লজ্জা করতে হবে না। অর্থাৎ আপনি আপনার সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাবেন ইনশাল্লাহ। এছাড়াও ত্বকের সমস্যায় এই ফিটকিরি ব্যবহার করে উপকার পাওয়া যায়।
লেখকের মন্তব্যঃত্বকে ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানুন
ত্বকে ফিটকিরির ব্যবহার সম্পর্কে জানুন এবং উপকৃত হোন। ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করা যায়।ফিটকিরির ব্যবহারে ত্বক,মুখ ও দাঁতের মাড়ির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ব্রণ ও ফুসকুড়ি মুক্ত থাকা যায়। ত্বকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। এমন বহু গুণে ভরপুর এই ফিটকিরি।
hiramonsdream er নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url