দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু টিপস
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু টিপস সম্পর্কে জানলে আপনার জীবনযাত্রার মান আরও সহজ হবে। আজকের আর্টিকেলে কিছু সহজ টিপস নিয়ে আলোচনা করবো।
- কাপড়ের ঝোলের দাগ অথবা তরকারির দাগ লাগলে এর সমাধান হিসেবে গ্লিসারিন ব্যবহার করা যায়।
- কাপড়ের রক্তের দাগ লাগলে ভিনেগার দিয়ে ধুলে এই দাগ সহজে উঠে যায়।
- কাপড়ে ঘামের দাগ লাগলে লেবুর রস লাগানোর পর তা ধুয়ে নিলে ঘামের দাগ এবং দুর্গন্ধ চলে যায়।
- কাপড়ের কফির দাগ অথবা পারফিউমের দাগ লাগলে বেকিং সোডা অল্প পরিমাণে নিয়ে ওই দাগের জায়গায় পানি সহ একটু লাগিয়ে রাখার পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললে ঐ দাগ উঠে যায়।
- কাপড়ের কলমের দাগ লাগলে সে দাগের উপর অল্প একটু টুথপেস্ট মেখে কিছুক্ষণ রাখার পর ডিটারজেন্ট ব্যবহার করে ধুয়ে ফেললে সেই দাগ উঠে যায়।
- চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিলে তাতে আর পিঁপড়া আক্রমণ করবে না।
- ম্যাচ বক্সে বাদ দিয়ে আসলে কয়েকটি চালের দানা রেখে দিলে বর্ষাকালেও এর কাঠির বারুদ নরম হবে না এবং শুষ্ক থাকবে।
- মোমবাতি কিছুক্ষণ ফ্রিজে রাখার পর তা জ্বালানো হলে এটি কোন ক্ষয়প্রাপ্ত হয় অথচ দীর্ঘক্ষণ আলো দেয়।
- ছোলা সঠিকভাবে সিদ্ধ করতে চাইলে অল্প সময়ের মধ্যে ছোলা খুব সুন্দর নরম হবে।
- ভাত ধবধবে সাদা এবং ঝরঝরে করতে চাইলে ভাত রান্নার সময় পানিতে কয়েক ফোটা লেবুর রস এবং এক চামচ তেল দিতে হবে।
- চাল ধোয়া পানিতে স্টিল এবং কাঁচের জিনিস কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর ধুয়ে নিলে বাসন গুলো চকচক করবে।
- কলার খোসা কালো হবে না এবং সহজে নষ্ট হবে না যদি আপনি তা ভেজা কাপড়ে মুড়ে অথবা পেপার দিয়ে মুড়ে ফ্রিজে কিছু দিন সংরক্ষণ করেন।
- ডিটারজেন্ট দিয়ে ময়লা কাপড় ধোয়ার সময় তাতে লেবুর রস এবং লেবুর খোসা টুকরো টুকরো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কাপড় ধুয়ে নিলে খুব সহজে কাপড়ে ময়লা দূর হয় কাপড়ের রং ঠিক থাকে এবং কাপড় সুগন্ধযুক্ত হয়।
- প্রতিদিন সরিষার তেল মাখুন এবং তাকে যদি ব্রণ অথবা সাদা দাগ থাকে তাহলে নাভিতে প্রতিদিন নিমের তেল লাগান।
- হাত পা বা শরীরে কোন অংশ পড়ে গেলে দ্রুত পড়া জায়গায় পাকা কলা শুটকি লাগিয়ে দিন এতে করে জ্বালাপোড়া অনেকটা কমে যাবে।
- যদি পাতিল বা ফ্রাই প্যানে কড়া দাগ লাগে বা খাবার পুড়ে পোড়া দাগ লাগে সে পোড়া দাগ উঠাতে চাইলে পেঁয়াজ দিয়ে গরম পানি ঢেলে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে দাগ সহজেই উঠে যাবে।
hiramonsdream er নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url