সজনে পাতার উপকারিতা ও অপকারিতা
সজনে পাতার উপকারিতা ও অপকারিতা
সজনে পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজনে পাতাকে বলে থাকেন নিউটিশন সুপার ফুড এবং সজনে গাছকে বলা হয় মিরাকেল ট্রি ।
সজনে পাতার ঔষধি গুনাগুন
ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে সজনা গাছ ৩০০ রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে থাকে। আধুনিক বিজ্ঞান এ ধারণাকে সমর্থন করে। সজিনার কচি পাতা সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
সজনের পাতা, ফুল, ফল সবকিছুতেই ঔষধি গুন আছে।
শরীর ব্যথা ভালো করে, কান ব্যথা সারায়। মাথা ব্যথা ভাল হয়, মূত্র পাথরি এবং হাঁপানি রোগ ভালো হয়। গ্যাস থেকে রক্ষা পাওয়া যায়, কুকুরের কামড়ে এই পাতা ব্যবহার করলে বিষ ধ্বংস হয়, বহুমূত্র রোগ ভালো হয়, পোকার কামড়ে অ্যান্টিসেপটিক হিসেবে সজনের পাতার রস ব্যবহার করা হয়।
hiramonsdream er নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url