বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এমন একটি রোগ যা বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যেতে থাকে,তাই আজকের আর্টিকেলে এ নিয়ে আলোচনা করবো। কারণ এই রোগ সম্পর্কে না জানলে বড় ধরণের বিপদ হতে পারে। 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন

কারণ সঠিক ভাবে ও সঠিক সময়ে চিকিৎসা না করলে অন্ধত্ববরণ করতে হতে পারে। এখন আমরা বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর কারণ,লক্ষণ,প্রকারভেদ এবং চিকিৎসা সম্পর্কে জানবো। 

পেজ সূচিপত্রঃবয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন 

  • বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন
  • বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর সংজ্ঞা
  • বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর কারণ
  • বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর লক্ষণ
  • বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর চিকিৎসা
  • লেখকের মন্তব্যঃবয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন 

বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়ার একটি সাধারণ কারণ হলো এজ-রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন(AMD)। তবে বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন এই সমস্যা আরো খারাপ হওয়ার আগেই থামানোর একটি উপায় পাওয়া যেতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, ApoM নামের একটি অণু  শরীরে কম পরিমাণে থাকলে AMD-তে চোখের ক্ষতির ঝুঁকি অনেক বেড়ে যায়। কারণ,ApoM  কম থাকলে চোখ ঠিকমতো কোলেস্টেরল প্রসেস করতে পারে না। হলে চোখের রেটি নাই চর্বি জমা এবং ইনফরমেশন দেখা দেয়, যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি কে নষ্ট করে দেয়, বিশেষ করে জিওগ্রাফিক এট্রফি নামের মারাত্মক এটিএম তে।

গবেষণায় দেখা গেছে,যখন কোন এক প্রাণীর ওপর তাদের শরীরে ApoM-এর মাত্রা বাড়ানো হয়েছে তখন রেটিনার চর্বি জমা ও  ইনফ্লেমেশন কমেছে এবং চোখের কোষগুলো আরও সুস্থ হয়ে উঠেছে। এটি সম্ভব হয়েছে কারণ ApoM আরেকটি অনু এর সঙ্গে মিলে কোষের ভেতরে বর্জ্য এবং অতিরিক্ত কোলেস্টেরল পরিষ্কার করে, ঠিক যেন কোষের ভেতরের আবর্জনা পরিষ্কার করার সার্ভিসের মতন। 

আরো আশ্চর্যের বিষয় হলো, চোখে যেসব সমস্যা হয় ঠিক একই রকম সমস্যা হার্ট ফেইলিওর- এর সময় হৃদপিন্ডেও দেখা যায়। তাই এই আবিষ্কার চোখ ও হৃদরোগ উভয়ের ক্ষেত্রে সমাধান দিতে পারে।

বর্তমানে AMD-এর চিকিৎসা তখনই দেওয়া হয়, যখন রোগ অনেকটাই বেড়ে যায়। কিন্তু ApoM-এর মাত্রা বাড়ানোর এই নতুন পদ্ধতি রোগের শুরুতেই দৃষ্টিশক্তি রক্ষায় সাহায্য করতে পারে। 

এখন গবেষকরা এই পদ্ধতিকে বাস্তব চিকিৎসায় রূপান্তরের কাজ শুরু করেছেন,যাতে চোখ ও হৃদপিণ্ড দুটোকেই সুস্থ রাখা যায়। 

বয়স জনিত ম্যাকুলার ডিজেনারেশন (AMD) হল চোখের এমন একটি রোগ যা মানুষের বয়স বাড়লে সাধারণত ৫০ বছর বা তার চেয়ে বেশি বয়সের লোকদের মধ্যে দেখা যায়। এটা চোখের রেটিনার কেন্দ্রীয় অংশ বা ম্যাকুলাকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ধীরে ধীরে কেন্দ্রীয় দৃষ্টি শক্তি ক্ষীণ হতে থাকে এবং  এক পর্যায়ে দৃষ্টি শক্তি লোপ পেতে পারে। ব্যাকুল আমাদের দুঃখ ও স্পষ্ট ভাবে দেখার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে থাকে। চোখের রেটিনার কেন্দ্রীয় অংশ বা ম্যাকুলার কাজ হলো আমাদের সুক্ষভাবে ও স্পষ্ট ভাবে দেখার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর সংজ্ঞা 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর সংজ্ঞা হল এজ-রিলেটেড ম্যাকুলার  ডিজেনারেশন (AMD) যা দৃষ্টিকেন্দ্র বা ম্যাকুলার কার্যকারিতার দুর্বলতার কারণে দৃষ্টি শক্তিকে বাধা প্রদান করাকে  বুঝায়।  এ এম ডি (AMD) হল একটি চোখের রোগ যা রেটিনার দৃষ্টির কেন্দ্রকে ক্ষতিগ্রস্ত করে এবং দৃষ্টিশক্তিকে হ্রাস করে দেয়। দৃষ্টিকেন্দ্র কে ম্যাকুলা বলা হয়। 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর কারণ 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর কারণ বলতে শুধুমাত্র একটিকে প্রাধান্য দেয়া যায় না। এ সমস্যাটি মূলত বয়স বৃদ্ধি জড়িত কারণেও হয়ে থাকে, তাছাড়া ধূমপান করলে, শরীর স্থূলকায় হলে, উচ্চ রক্তচাপ থাকলে এবং বংশগত বা জেনেটিক কারণেও উপরোক্ত সমস্যা হতে পারে। 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর লক্ষণ 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর লক্ষণগুলো তা তুমি করতে দেখা প্রাথমিক পর্যায়ে অনেক সময় দেখা নাও দিতে পারে। তবে কিছু সাধারণ লক্ষণ গুলির মধ্যে আছে-

  • দৃষ্টির কেন্দ্রস্থলে ঝাপসা দেখা যাবে বা বিকৃত দৃষ্টি হতে পারে। 
  • সরলরেখা গুলি আঁকাবাঁকা দেখা যেতে পারে।
  • দৃষ্টির কেন্দ্রস্থলে একটা অন্ধকার বা ফাঁকা স্থান দেখা যায়। 
  • কম আলোতে ভালোভাবে দেখতে অসুবিধা হতে পারে।

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর প্রকারভেদ 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর প্রকারভেদ রয়েছে। এজ-রিলেটেড ম্যাকুলার  ডিজেনারেশন মূলত ২ ধরণের । যথা -

  • ১।শুষ্ক এএমডি বা ড্রাই এ এম ডিঃ শুষ্ক এএমডি বা ড্রাই এ এম ডি হলো সবচেয়ে সাধারণ রূপ। এতে দৃষ্টির কেন্দ্রস্থলে বা ম্যাকুলার কোষগুলি ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হয়ে দৃষ্টিশক্তি বাধাপ্রাপ্ত হয়। 
  • ২।ভেজা এএমডি বা ওয়েট এ এম ডিঃ ভেজা এএমডি বা ওয়েট এ এম ডি হলো চোখের অস্বাভাবিক রূপ।  এই রুপে অস্বাভাবিকভাবে রক্তনালী গুলি রেটিনার নিচে বৃদ্ধি প্রাপ্ত হয়, যা কিনা রক্তপাত ও তরল পদার্থ নিঃসরণের কারণ হতে পারে। এর ফলে দ্রুত দৃষ্টিশক্তি হ্রাসের দিকে পরিচালিত হতে পারে। সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না করলে অন্ধত্বকে বরণ করতে হতে পারে। 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর চিকিৎসা  

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন এর চিকিৎসা খুব দ্রুত করা উচিত। কারণ এমডি এর কোন নিরাময় নেই,তবে কিছু চিকিৎসা রয়েছে যা দৃষ্টিশক্তি হ্রাসের গতিকে কমিয়ে আনতে পারে।

 এই চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে আছে- 

  • ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাদ্যদ্রব্য গ্রহণ করা।
  • চোখের ডাক্তার দ্বারা নিয়মিত চোখ পরীক্ষা করানো।
  • অস্বাভাবিক রক্তনালিগুলির বৃদ্ধি রোধ করার জন্য ইঞ্জেকশন পুশ করা।
  • কিছু কিছু ক্ষেত্রে লেজার রশ্মির মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে বা অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে।  

লেখকের মন্তব্যঃবয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন 

বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন হলো অন্ধত্ব জনিত ব্যাধিগুলির একটা গ্রুপ,যা চোখের রেটিনা ধীরে ধীরে অবনতি ঘটাতে থাকে। রেটিনার কেন্দ্রীয় অঞ্চলে লুটিয়া থাকে,যা ফোকাস যুক্ত আগত আলো গ্রহণ করে এবং তীব্র দৃষ্টির প্রধানের জন্য দায়ী।

ম্যাকুলার ডিজেনারেশন হলো স্পষ্টভাবে কোনকিছু না দেখতে পারা। তাই বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন সমস্যা হলে অবহেলা না করে অতি দ্রুত চক্ষু চিকিৎসকের বা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। এতে আপনি দৃষ্টি হারা হবার থেকে বাঁচতে পারবেন।     


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

hiramonsdream er নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url