শুক্রবারের আমলসমূহ জেনে নিন

শুক্রবারের  আমলসমূহ জেনে নিন আজকের এই আর্টিকেলে। শুক্রবারের আমলসমূহের মধ্যে কি কি করলে আপনি পুরো শুক্রবারের দিন অশেষ রহমত ও বরকত হাসিল করতে পারবেন এবং আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তা এই আর্টিকেলে খুব সুন্দর ভাবে তুলে ধরেছি।

শুক্রবারের আমলসমূহ

শুক্রবার মুমিন মুসলমানদের জন্য একটি নিয়ামতপূর্ণ এবং বরকতময় দিন। শুক্রবারকে গরিবদের হজের দিন বলা হয়। কারণ এই শুক্রবার এমন সমূহ পালন করলে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায় এবং মনে অনেক প্রশান্তি পাওয়া যায়।

পেজ সূচিপত্রঃ শুক্রবারের আমলসমূহ জেনে নিন-শুক্রবারের দোয়া কবুলের আমল

শুক্রবারের  আমলসমূহ জেনে নিন

শুক্রবারের দোয়া কবুলের আমল

শুক্রবারের দিন এক লাখ নেকি হাসিলের দোআ 

শুক্রবারের  আমলসমূহ জেনে নিন

শুক্রবারের  আমলসমূহ জেনে নিন এখন বিস্তারিত। বুখারী শরীফে বর্ণিত আছে, রাসুল সাঃ বলেছেন, জুমার দিনে যে গোসল  করে তার সাধ্যমত  পবিত্রতা অর্জন করলো তেল ব্যবহার করলো এবং মসজিদে গিয়ে কাউকে না ডিঙিয়ে কাতারে বসলো এবং নিরবে মনোযোগ দিয়ে ইমামের খুতবা শুনলো তারপর নামাজ আদায় করলো, আল্লাহ তাকে দুই জুমার মধ্যবর্তী পাপ গুলোকে ক্ষমা করে দিবেন। 

শুক্রবারের আমলসমূহ সম্পর্কে নিচে বর্ণনা করা হলোঃ 

  • সূরা কাহাফ তেলাওয়াত করা 
  • ইস্তেগফার পাঠ করা 
  • সাইয়েদুল ইস্তেগফার পাঠ করা
  • সূরা জুমুআ পাঠ করা 
  • সূরা মূলক পাঠ করা 
  • সূরা ওয়াকিয়া পাঠ করা 
  • সূরা দুখান পাঠ করা 
  • আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে অধিক পরিমাণে দোয়া করা, কারণ এই সময় দোয়া কবুল হয়।
  • আয়াতুল কুরসি পাঠ করা 
  • সূরা কাহাফ পুরো  পাঠ করতে না পারলেও প্রথম দশ আয়াত পড়ার চেষ্টা করা।
  • অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ার চেষ্টা করা। 

 শুক্রবারের দোয়া কবুলের আমল

শুক্রবারের দোয়া কবুলের আমল সম্পর্কে আলোচনা করা যাক। সাহাবী ও তাবেঈগণ শুক্রবার আসরের পর আমল সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তাদের মধ্য থেকে অধিকাংশ আলেম বলেছেন যে, শুক্রবারের দিন সূর্যাস্তের পূর্বের মুহূর্ত দোয়া কবুলের সময়।

এ সময়ে যদি কোন মুসলিম মাগরিবের সালাতের প্রস্তুতি নিয়ে সালাতের অপেক্ষায় বসে দোয়া করায় মশগুল থাকে তবে আল্লাহ তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কোন কোন বর্ণনায় আছে, ইমামের খুতবা প্রধান শুরু করা থেকে তার সালাতের সালাম ফেরানোর আগ মুহূর্ত পর্যন্ত সময়ের মধ্যে এই মুহূর্তটি রয়েছে। 

শুক্রবারের দিন এক লাখ নেকি হাসিলের দোআ 

শুক্রবারের দিন এক লাখ নেকি হাসিলের দোআ পড়ার সময় হলো সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত। শুক্রবারের দিন এক লাখ নেকি হাসিলের দোআ হলো- সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই দোয়াটি ১০০ বার পাঠ করতে হবে। যদি কোন ব্যক্তি শুক্রবারে দিন উত্তর দোয়াটি ১০০বার পাঠ করে তবে সে একলাখ নেকি হাসিল করতে সক্ষম হবে এবং ঐ ব্যক্তির বাবা-মা ১২,০০০ নেকি পাবে সেই সাথে তাদের মৃত বাবা-মা কবরের আজাব থেকে মুক্তি পাবে,সুবহানআল্লাহ।  







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

hiramonsdream er নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url