অনপেজ এসইও নীতিমালা
- প্রতিটি পোস্ট ইউনিকোড ফরমেটে চলিত ভাষায় লিখতে হবে।
- বিশেষ প্রয়োজন ছাড়া কনটেন্টের মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না।
- পোস্টের পারমালিঙ্ক ইংলিশ কিওয়ার্ডে এক থেকে দুই শব্দের মধ্যে হতে হবে।
- পোস্টের পারমালিঙ্কের সবগুলো অক্ষর ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
- পারমালিঙ্কে কখনো সাল উল্লেখ করা যাবে না।
- প্রতিটি পোস্ট (অনলাইন ইনকাম লাইফ স্টাইল ইসলামিক তথ্য স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা প্রবাস ভ্রমণ গাইড সমকালীন তথ্য) এ সমস্ত টপিকে লিখতে হবে।
- সারা বছর গুগলে, ইউটিউবে বা ফেসবুকে সার্চ হয় এমন বিষয় নিয়ে কন্টেন্ট লিখতে হবে।
- ব্লক পোস্টে আপলোডকৃত প্রতিটি ইমেজ ওয়েবপি ফরম্যাটে ৫০ কিলোবাইটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
- ইমেজের মধ্যে কখনো সাল উল্লেখ করা যাবে না।
- যেসব ছবি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব ছবির মধ্যে নিজের ওয়েবসাইটের নাম জলছাপ দিয়ে দিতে হবে।
- পোস্ট ভালোভাবে ফরম্যাটিং করতে হবে। অগোছালো ফ্রন্ট অথবা কোন লিখাকে অযথাই বোল্ড করা, লিখাকে ইটালিক বা কালার কোড নিয়ে কন্টেন্টে ব্যবহার করা যাবে না।
- প্রতিটি পোস্ট ১৫০০ শব্দের মধ্যে লিখতে হবে। শব্দ সংখ্যা এর চেয়ে বেশি হলে ভালো হয়।
- পোষ্টের মধ্যে যে বিষয় নিয়ে লিখবেন সে বিষয়কে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে।
hiramonsdream er নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url