অনপেজ এসইও নীতিমালা

  1. প্রতিটি পোস্ট ইউনিকোড ফরমেটে চলিত ভাষায় লিখতে হবে।
  2. বিশেষ প্রয়োজন ছাড়া কনটেন্টের মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না।
  3. পোস্টের পারমালিঙ্ক ইংলিশ কিওয়ার্ডে এক থেকে দুই শব্দের মধ্যে হতে হবে।
  4. পোস্টের  পারমালিঙ্কের সবগুলো অক্ষর ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
  5.  পারমালিঙ্কে কখনো সাল উল্লেখ করা যাবে না।
  6. প্রতিটি পোস্ট (অনলাইন ইনকাম লাইফ স্টাইল ইসলামিক তথ্য স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা প্রবাস ভ্রমণ গাইড সমকালীন তথ্য) এ সমস্ত টপিকে লিখতে হবে।
  7. সারা বছর গুগলে, ইউটিউবে বা ফেসবুকে সার্চ হয় এমন বিষয় নিয়ে কন্টেন্ট লিখতে হবে।
  8. ব্লক পোস্টে আপলোডকৃত প্রতিটি ইমেজ ওয়েবপি ফরম্যাটে ৫০ কিলোবাইটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
  9. ইমেজের মধ্যে কখনো সাল উল্লেখ করা যাবে না।
  10. যেসব ছবি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব ছবির মধ্যে নিজের ওয়েবসাইটের নাম জলছাপ দিয়ে দিতে হবে।
  11. পোস্ট ভালোভাবে ফরম্যাটিং করতে হবে। অগোছালো ফ্রন্ট অথবা কোন লিখাকে অযথাই বোল্ড করা, লিখাকে ইটালিক বা কালার কোড নিয়ে কন্টেন্টে ব্যবহার করা যাবে না। 
  12. প্রতিটি পোস্ট ১৫০০ শব্দের মধ্যে লিখতে হবে। শব্দ সংখ্যা এর চেয়ে বেশি হলে ভালো হয়।
  13. পোষ্টের মধ্যে যে বিষয় নিয়ে লিখবেন সে বিষয়কে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। 

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

hiramonsdream er নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url