ফোকাস কিওয়ার্ড ব্যবহারের নিয়ম

  1. ফোকাস কিওয়ার্ড পোস্টে ১০ বার ব্যবহার করতে হবে। 
  2.  সেম কিওয়ার্ড মডিফাই করে আরো ৫বার ব্যবহার করতে হবে। 
  3.  ফোকাস কিওয়ার্ড টাইটেলের শুরুতে ব্যবহার করতে হবে।
  4. মেটা ডেসক্রিপশন এর শুরুতেই ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
  5. পেজ সূচিপত্রঃ তারপর ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
  6. প্রথম হেডিং বা H2 ফোকাস কিওয়ার্ড দিয়ে লিখতে হবে।
  7. প্রথম হেডিং বা H2 এর নিচে যে প্যারা লেখা হবে তার শুরুতেই ফোকাস কীওয়ার্ড রাখতে হবে।
  8. শেষ কথাঃ তারপর ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে।
  9. সেকেন্ডারি ফোকাস কেওয়ার্ড কন্টেন্টের মধ্যে দুইবার ব্যবহার করতে হবে।
  10. সেম কিওয়ার্ড মডিফাই করে আরো একবার ব্যবহার করতে হবে।
  11. সম্পূর্ণ কনটেন্ট এর মধ্যে ৫টি লং টেইল  (LSI) কিওয়ার্ড  ব্যবহার করতে হবে।
  12. পোস্ট পাবলিশ করার আদর্শ সময়- সকাল (৯ টা থেকে ১০.৩০ মিনিট),দুপুর (৩টা থেকে ৪.৩০ মিনিট) এবং রাত (৯ টা থেকে ১০ টা )পর্যন্ত।
  13. পোস্ট লিখার আদর্শ সময় ভোর- ৪ঃ৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত।
  14. কনটেন্টের মধ্যে বানান ভুল করা যাবে না। ব্যাকরণগত বানান ভুল করা যাবে না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

hiramonsdream er নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url